৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জালে ফিরল প্রাণ
- সর্বশেষ আপডেট ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / 287
৫৮ দিন নিষেধাজ্ঞার পর আবারও সাগরে নামলেন দেশের উপকূলীয় অঞ্চলের জেলেরা। বুধবার (১১ জুন) রাত ১২টা পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এরপর বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকে পটুয়াখালী ও বরিশালসহ উপকূলীয় জেলার জেলেরা মাছ ধরতে বঙ্গোপসাগরে রওনা দেন।
সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছিল। আগে এই নিষেধাজ্ঞা ছিল ৬৫ দিনের, যা এখন কমিয়ে ৫৮ দিনে আনা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাসের পেছনে রয়েছে জেলেদের একাধিক অভিযোগ। তারা জানান, যখন বাংলাদেশের জেলেরা মাছ ধরতে পারেন না, তখন অন্তত ৩৯ দিন ভারতীয় জেলেরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে নির্বিঘ্নে মাছ ধরে নিয়ে যান।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য নিষেধাজ্ঞা নির্ধারণ করে। ভারতের সাগরসীমায় একই সময়ে মাছ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়, যদিও বাংলাদেশের নিষেধাজ্ঞা ভারতের তুলনায় দুই দিন আগে শেষ হবে।
জেলেরা দীর্ঘ প্রতীক্ষার পর সাগরে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা সমান শর্তে নিষেধাজ্ঞা কার্যকরের দাবি জানিয়েছেন, যাতে বিদেশি জেলেদের অবাধ অনুপ্রবেশ রোধ করা যায়।































