৫০ টাকার লোভে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
- সর্বশেষ আপডেট ০৯:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 154
বরগুনার তালতলীতে ৫০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনুস হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
অভিযুক্ত ইউনুস হাওলাদার (৫৪) উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার মৃত চান মিয়া হাওলাদারের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরে একই এলাকার ১০ বছরের এক শিশুকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি হাঁস-মুরগির খাবার কিনতে পার্শ্ববর্তী কবিরাজপাড়া বাজারে যাচ্ছিল। পথে নির্জন স্থানে পৌঁছালে প্রতিবেশী ইউনুস হাওলাদার ৫০ টাকার প্রলোভন দেখিয়ে তাকে রেন্টিতলায় ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন, এ সময় ইউনুস হাওলাদার পালিয়ে যান। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে শিশুটির মা লিখিতভাবে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণচেষ্টার মামলা নেয়।
স্থানীয়দের অভিযোগ, ইউনুস হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।





































