ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 74

৫ দফা দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষা চালুর বিপক্ষে অবস্থান নিয়ে ইডেন মহিলা কলেজের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি জানিয়ে পাঁচ দফা কর্মসূচির আওতায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটসংলগ্ন আজিমপুর–নীলক্ষেত সড়কে তারা অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন— “তোমার দাবি আমার দাবি, ৫ দফা”, “সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না”—ইত্যাদি।

শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত প্রতিষ্ঠান হিসেবে রাখা।
২. ইডেন মহিলা কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা নয়, ২৪ ঘণ্টা চালু রাখা।
৪. প্রতিষ্ঠানটিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখা; ইন্টারমিডিয়েট বিভাগ চালু না করা।
৫. ইডেনের সক্ষমতা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা; কেবল একটি ফ্যাকাল্টিতে সীমিত না রাখা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ দফা দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০৩:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষা চালুর বিপক্ষে অবস্থান নিয়ে ইডেন মহিলা কলেজের স্বতন্ত্রতা বজায় রাখার দাবি জানিয়ে পাঁচ দফা কর্মসূচির আওতায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটসংলগ্ন আজিমপুর–নীলক্ষেত সড়কে তারা অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন— “তোমার দাবি আমার দাবি, ৫ দফা”, “সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না”—ইত্যাদি।

শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত প্রতিষ্ঠান হিসেবে রাখা।
২. ইডেন মহিলা কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা নয়, ২৪ ঘণ্টা চালু রাখা।
৪. প্রতিষ্ঠানটিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখা; ইন্টারমিডিয়েট বিভাগ চালু না করা।
৫. ইডেনের সক্ষমতা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা; কেবল একটি ফ্যাকাল্টিতে সীমিত না রাখা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।