ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 123

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি

‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’— রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় এভাবেই ট্রাফিক পুলিশ সর্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকার সামনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন—তুরাগের বাউনিয়া এলাকার মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ঘটনার সময় ট্রাফিক সার্জেন্ট আলী সেখানে দায়িত্বে ছিলেন। তিনি জানান, সাদিকুর রহমান হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী তাকে থামিয়ে মামলা দিলে চালক ও আরোহী ক্ষুব্ধ হয়ে অশালীন আচরণ করেন এবং ভয় দেখানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান বলেন, “সার্জেন্টের অভিযোগ পাওয়ার পর উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি

সর্বশেষ আপডেট ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’— রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় এভাবেই ট্রাফিক পুলিশ সর্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার এলাকার সামনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন—তুরাগের বাউনিয়া এলাকার মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ঘটনার সময় ট্রাফিক সার্জেন্ট আলী সেখানে দায়িত্বে ছিলেন। তিনি জানান, সাদিকুর রহমান হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী তাকে থামিয়ে মামলা দিলে চালক ও আরোহী ক্ষুব্ধ হয়ে অশালীন আচরণ করেন এবং ভয় দেখানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান বলেন, “সার্জেন্টের অভিযোগ পাওয়ার পর উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।”