ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 382

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার ৫ আগস্ট ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৫ আগস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতায় সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সরকারও এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “সরকারকে সবসময় সব কিছুতে সতর্ক থাকতে হয়। এজন্য বিভিন্ন সভার আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশব্যাপী বিশেষ অভিযান চলছে এবং এটি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, “যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।”

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা এখন উদ্বেগজনক। তাই পরিবার এবং সমাজ; উভয়কেই সচেতন হতে হবে।”

মব সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, “মব সহিংসতা আগের তুলনায় কমেছে এবং সময়ের সাথে আরও কমবে। সরকার এ বিষয়ে কোনো ছাড় দিচ্ছে না।”

উক্ত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি ৫ ও ৬ আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিজয় র‍্যালি করার ঘোষণা দিয়েছে, যেটিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সরকার ৫ আগস্ট ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৫ আগস্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর রহমতে এবং সবার সহযোগিতায় সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সরকারও এ বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “সরকারকে সবসময় সব কিছুতে সতর্ক থাকতে হয়। এজন্য বিভিন্ন সভার আয়োজন করা হয় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশব্যাপী বিশেষ অভিযান চলছে এবং এটি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, “যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।”

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা এখন উদ্বেগজনক। তাই পরিবার এবং সমাজ; উভয়কেই সচেতন হতে হবে।”

মব সহিংসতা প্রসঙ্গে তিনি জানান, “মব সহিংসতা আগের তুলনায় কমেছে এবং সময়ের সাথে আরও কমবে। সরকার এ বিষয়ে কোনো ছাড় দিচ্ছে না।”

উক্ত সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি ৫ ও ৬ আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিজয় র‍্যালি করার ঘোষণা দিয়েছে, যেটিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।