ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩২ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের রিজার্ভ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 49

প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আর ভঙ্গুর নয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর ভাষায়, ১৮ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত দেড় বছরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, একসময় দেশের অর্থনীতি কার্যত আইসিইউ পর্যায়ে ছিল। সেখান থেকে ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আনা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটের অস্থিরতা কমেছে, রেমিট্যান্স প্রবাহ ভালো রয়েছে এবং রপ্তানি আয় আগের তুলনায় বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, এ প্রক্রিয়া চলমান আছে এবং অর্থনীতিতে ধীরে ধীরে রিকভারি দেখা যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন গণভোটে সরকারের অবস্থান স্পষ্ট এবং ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করা হচ্ছে।

নবম পে-স্কেল নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি পে-কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, তবে এতে বড় ধরনের অর্থনৈতিক প্রস্তুতির প্রয়োজন হবে।

এর আগে তিনি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩২ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের রিজার্ভ

সর্বশেষ আপডেট ০৩:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি আর ভঙ্গুর নয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর ভাষায়, ১৮ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত দেড় বছরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, একসময় দেশের অর্থনীতি কার্যত আইসিইউ পর্যায়ে ছিল। সেখান থেকে ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আনা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটের অস্থিরতা কমেছে, রেমিট্যান্স প্রবাহ ভালো রয়েছে এবং রপ্তানি আয় আগের তুলনায় বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, এ প্রক্রিয়া চলমান আছে এবং অর্থনীতিতে ধীরে ধীরে রিকভারি দেখা যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন গণভোটে সরকারের অবস্থান স্পষ্ট এবং ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করা হচ্ছে।

নবম পে-স্কেল নিয়ে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি পে-কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, তবে এতে বড় ধরনের অর্থনৈতিক প্রস্তুতির প্রয়োজন হবে।

এর আগে তিনি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।