শিরোনাম
২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 122
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আজ ভোর থেকে ঢাকার আকাশে গাঢ় মেঘ আর বৃষ্টির আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এ অবস্থায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Tag :
৪ আগস্ট বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া আপডেট গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঢাকার জলবায়ু ঢাকার তাপমাত্রা ঢাকার পূর্বাভাস ঢাকার বৃষ্টি তাপমাত্রা হ্রাস বজ্রসহ বৃষ্টি বাতাসের গতি বাংলাদেশ আবহাওয়া বৃষ্টিপাত পরিমাণ মেঘলা আকাশ রাজধানীর আবহাওয়া
































