২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম: তিন মিনিটের হাইড্রেশন বিরতি
- সর্বশেষ আপডেট ০৩:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 82
২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি চালু করতে যাচ্ছে ফিফা। প্রতিটি অর্ধের ২২ মিনিট পেরোলেই খেলা তিন মিনিটের জন্য বন্ধ থাকবে—এ ঘোষণা দিয়ে সংস্থাটি জানিয়েছে, খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। অনেক শহরেই গরম আবহাওয়া ও আর্দ্রতা ফুটবলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচেই দুই অর্ধে একটি করে বিরতি রাখা হবে। এতে কার্যত খেলা চারটি অংশে বিভক্ত হয়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে কোচ, সম্প্রচার সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছে ফিফা।
বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন, “ম্যাচ যে মাঠে, যে পরিবেশে হোক—ছাদ থাকুক বা না থাকুক—সব ক্ষেত্রেই তিন মিনিটের হাইড্রেশন বিরতি থাকবে।”
ফিফার মতে, এই বিরতি পূর্ববর্তী কিছু টুর্নামেন্টে ব্যবহৃত নিয়মেরই সহজ সংস্করণ। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপেও পানি পানের বিরতি ছিল, তবে সেটি শুধু অতিরিক্ত গরম পরিস্থিতিতে প্রযোজ্য ছিল। ওই টুর্নামেন্টের কিছু ম্যাচে তাপমাত্রা উঠে গিয়েছিল প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইটে (৩৮° সেলসিয়াস)।
গরমের প্রভাব নিয়ে আগেও ফুটবলাররা উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে গিয়ে বেনফিকার ফরোয়ার্ড আন্দ্রিয়াস শেলডেরাপ বলেন, “জীবনে কখনো এমন গরমে খেলিনি, এটা সত্যিই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।”
একই টুর্নামেন্টে চেলসির মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ জানান, “এক পর্যায়ে মাথা ঘুরে যাচ্ছিল, তাই আমাকে মাটিতে শুয়ে পড়তে হয়েছিল। এমন তাপমাত্রায় খেলা সত্যিই বিপজ্জনক।”
নতুন এই নিয়মের ফলে খেলোয়াড়রা শারীরিক চাপ সামলাতে কিছুটা আরাম পাবেন বলে আশা করছে ফিফা।
































