বেনাপোল বন্দরে
২০ বাংলাদেশির পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
- সর্বশেষ আপডেট ১২:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 169
বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকচালক বেচারাম প্রামাণিক (৪৩)–কে আটক করা হয়।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাসপোর্ট আনার তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে বন্দরের টার্মিনাল গেটে নজরদারি বাড়ানো হয়। এরপর ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিক পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে পাওয়া যায় সার্বিয়ার ভিসা সংবলিত ২০টি বাংলাদেশি পাসপোর্ট।
জানা গেছে, ২৪ জুন তারিখে সব পাসপোর্টেই সার্বিয়ার ভিসা লাগানো হয়। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে প্রবেশের উদ্দেশ্যে এসব ভিসা সংগ্রহ করা হয়েছিল।
উদ্ধারকৃত পাসপোর্টধারীদের মধ্যে আছেন: মোজাম্মেল হোসেন (চাঁদপুর), ইমরান হোসেন (নোয়াখালী), অপূর্ব মিয়া (কিশোরগঞ্জ), ফয়সাল আহম্মেদ (ঢাকা), ইসহাক (ব্রাহ্মণবাড়িয়া), হুমায়ন কবির (সাতক্ষীরা), নাজমুল ইসলাম (ঢাকা), আবুল হোসেন (গাজীপুর), শরিফুল ইসলাম (মানিকগঞ্জ), আব্দুল কাদের (নোয়াখালী), আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, তানভির হাসান (সাতক্ষীরা), আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, আব্দুল করিম (ফেনী), ফাইম মিয়া (নরসিংদী)
আনসার সূত্রে জানা গেছে, এসব পাসপোর্টের মালিকদের পরিচয় যাচাই এবং তাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা বা অপরাধী চক্রের সদস্য কি না, তা নিয়ে তদন্ত চলছে।
ঘটনার পর বেনাপোল বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ও উপস্থিতি বাড়ে। এছাড়াও ঘটনাস্থলে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
আটক ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিককে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
































