ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২ হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 117

বাহারুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে নতুন করে দুই হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় জনবল ঘাটতি পূরণে এএসআই নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে আরও দুই হাজার এএসআই যুক্ত করা হবে।

আইজিপি জানান, শুরুতে আট হাজার এএসআই চাওয়া হয়েছিল। এর মধ্যে চার হাজারের অনুমোদন মিলেছে। এর কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় পুলিশ সদর দপ্তর।

একই অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে একটি আদর্শ নির্বাচন হিসেবে উপস্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করেন, নির্বাচনে কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২ হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ

সর্বশেষ আপডেট ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে নতুন করে দুই হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় জনবল ঘাটতি পূরণে এএসআই নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পদোন্নতির মাধ্যমে আরও দুই হাজার এএসআই যুক্ত করা হবে।

আইজিপি জানান, শুরুতে আট হাজার এএসআই চাওয়া হয়েছিল। এর মধ্যে চার হাজারের অনুমোদন মিলেছে। এর কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চায় পুলিশ সদর দপ্তর।

একই অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে একটি আদর্শ নির্বাচন হিসেবে উপস্থাপন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করেন, নির্বাচনে কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।