১৮ বিচারকের অবসর যুগান্তকারী পদক্ষেপ: শিশির মনির
- সর্বশেষ আপডেট ১২:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 244
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তকে “সাহসী ও যুগান্তকারী” আখ্যা দিয়েছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে — যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। এটা একটি বড়মাপের সংস্কারমূলক পদক্ষেপ, যা সবার জন্য শিক্ষা। সাধু সাবধান!”
অবসরের পেছনের কারণ
বৃহস্পতিবার সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৫৪ ধারা অনুসারে, ২৫ বছর পূর্ণ হওয়ায় ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তালিকায় রয়েছেন বিকাশ কুমার সাহা, যিনি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বর্তমান সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
সরকারি ব্যাখ্যা অনুযায়ী, চাকরির বয়স মেয়াদপূর্তিই অবসরের কারণ হলেও অভ্যন্তরীণ সূত্র বলছে, বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। এ সিদ্ধান্তকে প্রশাসন ও বিচার ব্যবস্থার মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
শিশির মনিরের বক্তব্যে ইঙ্গিত মিলেছে—এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং বিচার বিভাগের নৈতিক মান রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
































