১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে হলিউড সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। মুক্তির পর থেকে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা।
আরও পড়তে পারেন
বিনোদনবিষয়ক প্রভাবশালী গণমাধ্যম ভ্যারাইটি জানায়, এই আয়ের মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে ৩০৬ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ হাজার ৭২০ কোটি টাকা)। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় ৭৭৭.১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ২৫০ কোটি টাকা।
ভ্যারাইটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি হিসেবে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করতে আগের দুই ছবির তুলনায় সামান্য বেশি সময় নিয়েছে। ২০০৯ সালের প্রথম ‘অ্যাভাটার’ ১৭ দিনে এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৪ দিনের মধ্যেই এই মাইলফলক স্পর্শ করেছিল। তবে তৃতীয় কিস্তিটিও আগের ছবিগুলোর মতোই বড় পর্দায় শক্ত অবস্থান ধরে রেখেছে।
উল্লেখযোগ্যভাবে, প্রথম ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ২.৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ লাখ ৪৮ হাজার কোটি টাকা)। আর দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর আয় ছিল প্রায় ২.৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৭৬ হাজার কোটি টাকা।


































