১৭ বিয়েকাণ্ডে বরখাস্ত সেই বন কর্মকর্তা
- সর্বশেষ আপডেট ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 121
প্রতারণার মাধ্যমে ১৭ নারীকে বিয়ে করার অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার স্থলে দায়িত্বভার বুঝে নেবেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলার ১৭ নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।


































