শিরোনাম
১৭ বছর পলাতক থাকার পর মাদক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
- সর্বশেষ আপডেট ০২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 101
মাদক মামলায় ৩ বছরের সাজা এড়াতে ১৭ বছর ধরে আত্মগোপনে থাকা মোহাম্মদ অজিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লালনপুর এলাকা থেকে ধরা পড়েন।
জানা গেছে, অজিউল্লাহ ২০০০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন। পরে ২০০৯ সালে আদালত তার বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদণ্ড দেন। সাজা কার্যকর হওয়া থেকে তিনি আত্মগোপনে চলে যান।
অবশেষে কাপ্তাই থানার অতিরিক্ত উপপরিদর্শক রিপন বড়ুয়া ও আফজাল হোসেনের নেতৃত্বে এবং বেগমগঞ্জ থানার রামগঞ্জ ফাঁড়ির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানিয়েছেন, রোববার (২১ সেপ্টেম্বর) সকালে অজিউল্লাহকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


































