ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না: মঈন খান

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 110

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে না থাকতে পারে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ইসিও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুল মঈন এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‌‘এ দেশে গত ১৫ বছরে অন্যায় হয়েছে। প্রশাসনে দলীয়করণ হয়েছে। সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক আছেন, তাদের ছুড়ে দিয়ে দেশ চালানো সম্ভব নয়। অনেকে সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত তিনটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না। এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে।’

তিনি আরও বলেন, সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাঁধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র জনতার অভ্যুত্থানে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না: মঈন খান

সর্বশেষ আপডেট ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে না থাকতে পারে সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ইসিও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্দুল মঈন এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‌‘এ দেশে গত ১৫ বছরে অন্যায় হয়েছে। প্রশাসনে দলীয়করণ হয়েছে। সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক আছেন, তাদের ছুড়ে দিয়ে দেশ চালানো সম্ভব নয়। অনেকে সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত তিনটা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না। এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে।’

তিনি আরও বলেন, সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাঁধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র জনতার অভ্যুত্থানে এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে।