ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে পুলিশ

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 100

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের আর পরিচিত গাঢ়নীল রঙের পোশাকে দেখা যাবে না। চলতি মাসের ১৫ তারিখ থেকেই এই পোশাক বদলে যাচ্ছে । নতুন ধূসর রঙের মতো পোশাকে ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ, থানা ও মেট্রোপলিটন এলাকায় কর্মরর্মত সদস্যদের।

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশ বাহিনী সমালোচনার মুখে পড়ে এবং সদস্যদের মনোবল ভেঙে পড়ে। এরপরই বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এই বিষয়গুলো মাথায় রেখেই অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয়, যার প্রাথমিক পর্যায়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সচিবালয়ে প্রাথমিকভাবে পোশাকের ট্রায়ালও দেওয়া হয়, যদিও নতুন কাপড়ের রঙ নিয়ে সমালোচনাও উঠেছিল।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এএইচএম সহাদাত হোসেন জানান, প্রথম ধাপে ডিএমপিসহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন পোশাক পরবে। ইতোমধ্যে নির্ধারিত সময়ে নতুন ইউনিফর্ম সরবরাহের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব মেট্রোপলিটন ইউনিটে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্ম দেওয়া হবে।

ধাপে ধাপে অন্যান্য ইউনিটেও নতুন ইউনিফর্ম দেওয়া হবে, যোগ করেন এই কর্মকর্তা।

তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধুপোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তনেও জোর দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, মানসিকতার পরিবর্তন না করে পোশাকে মনোযোগ দিলে পরিবর্তন আসবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে পুলিশ

সর্বশেষ আপডেট ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের আর পরিচিত গাঢ়নীল রঙের পোশাকে দেখা যাবে না। চলতি মাসের ১৫ তারিখ থেকেই এই পোশাক বদলে যাচ্ছে । নতুন ধূসর রঙের মতো পোশাকে ডিউটি করতে দেখা যাবে পুলিশের রেঞ্জ, থানা ও মেট্রোপলিটন এলাকায় কর্মরর্মত সদস্যদের।

জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশ বাহিনী সমালোচনার মুখে পড়ে এবং সদস্যদের মনোবল ভেঙে পড়ে। এরপরই বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এই বিষয়গুলো মাথায় রেখেই অন্তর্বর্তী সরকার বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয়, যার প্রাথমিক পর্যায়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সচিবালয়ে প্রাথমিকভাবে পোশাকের ট্রায়ালও দেওয়া হয়, যদিও নতুন কাপড়ের রঙ নিয়ে সমালোচনাও উঠেছিল।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এএইচএম সহাদাত হোসেন জানান, প্রথম ধাপে ডিএমপিসহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন পোশাক পরবে। ইতোমধ্যে নির্ধারিত সময়ে নতুন ইউনিফর্ম সরবরাহের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব মেট্রোপলিটন ইউনিটে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্ম দেওয়া হবে।

ধাপে ধাপে অন্যান্য ইউনিটেও নতুন ইউনিফর্ম দেওয়া হবে, যোগ করেন এই কর্মকর্তা।

তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধুপোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তনেও জোর দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, মানসিকতার পরিবর্তন না করে পোশাকে মনোযোগ দিলে পরিবর্তন আসবেন।