সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
১৫ জেলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা
- সর্বশেষ আপডেট ১১:১৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 337
বাংলাদেশের উপকূলবর্তী ১৫টি জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য জলোচ্ছ্বাসের উচ্চতা এক থেকে তিন ফুট পর্যন্ত হতে পারে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) এক বিশেষ সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়, একটি নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশে ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেড়েছে, এবং সেখানে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কোন কোন জেলা ঝুঁকিতে
বিশেষ বার্তায় জানানো হয়েছে, অমাবস্যা ও নিম্নচাপের মিলিত প্রভাবে নিম্নোক্ত জেলা ও তৎসংলগ্ন দ্বীপ বা চরাঞ্চলসমূহে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে:
সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার।
এইসব এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত পানি প্রবাহিত হতে পারে।
নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দমকা হাওয়ার আশঙ্কায় তাদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়।
































