ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 119

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আগামী ১২ অক্টোবর (রোববার) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন।”

সভায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয়। এ বিষয়ে শফিকুল আলম বলেন, “ভিসা জটিলতা দূর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে, দ্রুত সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।”

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বিবিএ ডিগ্রিধারীর সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু এর বাজার চাহিদা সীমিত। তাই এখন সায়েন্স ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।”

এছাড়া তিনি জানান, দেশের ৯টি রেজিম কোম্পানিকে দ্রুত অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস

সর্বশেষ আপডেট ০৪:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আগামী ১২ অক্টোবর (রোববার) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কার্যক্রমে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন।”

সভায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয়। এ বিষয়ে শফিকুল আলম বলেন, “ভিসা জটিলতা দূর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে, দ্রুত সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।”

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বিবিএ ডিগ্রিধারীর সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু এর বাজার চাহিদা সীমিত। তাই এখন সায়েন্স ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।”

এছাড়া তিনি জানান, দেশের ৯টি রেজিম কোম্পানিকে দ্রুত অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।