ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১টি বগি রেখেই স্টেশনে ঢুকল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, আশুগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 205

১১টি বগি রেখেই স্টেশনে ঢুকল ট্রেন

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পেছনের ১১টি বগি রেখে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করেছে। আজ সোমবার আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকন্ঠপুর নামক এলাকায় ট্রেনের বগিগুলো আলাদা হয়ে যায়। পরে সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দায়িত্বরত মাস্টার মো. শাকির জাহান, তালশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাশেদ ও ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রম করে। ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকন্ঠপুর নামক এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ১১টি বগি আলাদা হয়ে যায়। ফলে আলাদা হওয়া বগিগুলো রেখে মাত্র ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। তবে ৫ বগি নিয়ে ট্রেনটি দ্বিতীয় ভৈরব রেল সেতুতে উঠার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের আপলাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায়, মহানগর গোধূলি আখাউড়ায়, কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে থেমে আছে।

এদিকে আখাউড়া থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে পড়ে থাকা ১১টি বগি আশুগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১১টি বগি রেখেই স্টেশনে ঢুকল ট্রেন

সর্বশেষ আপডেট ০৯:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পেছনের ১১টি বগি রেখে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করেছে। আজ সোমবার আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকন্ঠপুর নামক এলাকায় ট্রেনের বগিগুলো আলাদা হয়ে যায়। পরে সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দায়িত্বরত মাস্টার মো. শাকির জাহান, তালশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাশেদ ও ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রম করে। ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকন্ঠপুর নামক এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ১১টি বগি আলাদা হয়ে যায়। ফলে আলাদা হওয়া বগিগুলো রেখে মাত্র ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। তবে ৫ বগি নিয়ে ট্রেনটি দ্বিতীয় ভৈরব রেল সেতুতে উঠার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের আপলাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায়, মহানগর গোধূলি আখাউড়ায়, কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে থেমে আছে।

এদিকে আখাউড়া থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে পড়ে থাকা ১১টি বগি আশুগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে।