মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন
- সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 79
জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, দুর্বল অর্থনীতির এই সময়ে ১০৪ সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যাওয়া জনগণের অর্থের অপচয়। সেখানে তিনি পিকনিক করতে গেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন হাফিজ। সভার বিষয় ছিল— ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’।
তিনি বলেন, “জাতিসংঘে গিয়ে ১০ মিনিটের বক্তৃতা দেবেন, সেটা কেউ শোনে কেউ শোনে না। আমি নিজেও দু’বার এ ধরনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এখানে যে বক্তব্য দেওয়া হয়, তার কোনো উল্লেখযোগ্য প্রভাব থাকে না।”
মেজর হাফিজ মনে করেন, দেশের সংকটময় অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের সর্বাগ্রে ব্যয় সংকোচন জরুরি। তিনি আরও বলেন, “সফলতা আসুক বা না আসুক, জনগণের টাকায় ১০৪ জনকে নিয়ে বিদেশ সফর করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটি মূলত পিকনিক করার মতো আচরণ, যা বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশের জন্য মানানসই নয়।”
সভায় উপস্থিত বক্তারা দাবি করেন, জাতিসংঘে এ ধরনের অংশগ্রহণ কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সাধারণ মানুষের জীবনে এর তেমন কোনো প্রভাব পড়ে না। তারা জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের সংকট সমাধানের কোনো বিকল্প নেই।
































