ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 116

জি কে শামীম- ফাইল ফটো

আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম, যিনি জি কে শামীম নামে পরিচিত, তাকে অর্থ পাচার মামলায় দেওয়া ১০ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি আদালত জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন এবং তার সঙ্গে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানার আদেশ দেন। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত তাকে খালাস দেয়।

২০১৯ সালের সেপ্টেম্বরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাসায় অভিযান চালায়। ওই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, আগ্নেয়াস্ত্র, বিদেশি মুদ্রা, মদ এবং প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। এ ঘটনার পর গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করে র‍্যাব।

জি কে শামীম একসময় রাজনৈতিক ও ঠিকাদারি জগতের আলোচিত নাম ছিলেন। তার বিরুদ্ধে নানা সময় দুর্নীতির অভিযোগ উঠে আসে, যা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে এই মামলায় তিনি খালাস পেলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

সর্বশেষ আপডেট ০৩:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম, যিনি জি কে শামীম নামে পরিচিত, তাকে অর্থ পাচার মামলায় দেওয়া ১০ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি আদালত জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন এবং তার সঙ্গে তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানার আদেশ দেন। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আদালত তাকে খালাস দেয়।

২০১৯ সালের সেপ্টেম্বরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাসায় অভিযান চালায়। ওই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, আগ্নেয়াস্ত্র, বিদেশি মুদ্রা, মদ এবং প্রায় ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। এ ঘটনার পর গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করে র‍্যাব।

জি কে শামীম একসময় রাজনৈতিক ও ঠিকাদারি জগতের আলোচিত নাম ছিলেন। তার বিরুদ্ধে নানা সময় দুর্নীতির অভিযোগ উঠে আসে, যা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে হাইকোর্টের রায়ের মাধ্যমে এই মামলায় তিনি খালাস পেলেন।