ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 56

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করার জন্য আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে নির্দেশনা চাইতে ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম।”

ইসির একজন সদস্য জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এর দু’এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

তফসিল চূড়ান্ত করতে ৭ ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সভায় তফসিলের সময়সূচি নির্ধারণের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। রোববারের বৈঠকের পর সপ্তাহের যেকোনো দিনে তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ভোটগ্রহণ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো একদিন অনুষ্ঠিত হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ

সর্বশেষ আপডেট ০৫:৫৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করার জন্য আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে নির্দেশনা চাইতে ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম।”

ইসির একজন সদস্য জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এর দু’এক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

তফসিল চূড়ান্ত করতে ৭ ডিসেম্বর কমিশনের সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, সভায় তফসিলের সময়সূচি নির্ধারণের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। রোববারের বৈঠকের পর সপ্তাহের যেকোনো দিনে তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৮, ৯, ১০ বা ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ভোটগ্রহণ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো একদিন অনুষ্ঠিত হতে পারে।