ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১ অক্টোবর থেকেই উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 182

কেওক্রাডং

প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পাহাড় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।

২০২২ সালের ১৭ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল, যদিও কিছু পর্যটন কেন্দ্র সীমিতভাবে খোলা ছিল। এছাড়াও ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন পর আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী ১ অক্টোবর থেকে রুমা উপজেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে।

গণবিজ্ঞপ্তি
গণবিজ্ঞপ্তি

রুমা উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন, “পর্যটন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে বগালেক ও কেওক্রাডং ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হয়েছে। আশা করছি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবেন।”

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খোলার জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেসব পর্যটন স্পটও খুলে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ অক্টোবর থেকেই উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

সর্বশেষ আপডেট ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পাহাড় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।

২০২২ সালের ১৭ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল, যদিও কিছু পর্যটন কেন্দ্র সীমিতভাবে খোলা ছিল। এছাড়াও ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন পর আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী ১ অক্টোবর থেকে রুমা উপজেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে।

গণবিজ্ঞপ্তি
গণবিজ্ঞপ্তি

রুমা উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন, “পর্যটন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে বগালেক ও কেওক্রাডং ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে কেওক্রাডং খুলে দেওয়া হয়েছে। আশা করছি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবেন।”

জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খোলার জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেসব পর্যটন স্পটও খুলে দেওয়া হবে।