হাসপাতালে ভর্তি হলেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৯:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 107
অনশনে থাকা আমজনতার দলের সদস্য–সচিব মো. তারেক রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’-এর নাম না থাকায় তিনি গত মঙ্গলবার থেকে ইসির প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। রোববার (৯ নভেম্বর) রাতের দিকে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অ্যাম্বুল্যান্সে করে তারেক রহমানকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমজনতার দলের সদস্য–সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকে শহীদ হয়েছেন, কেউ গুরুতর আহত হয়েছেন। তিনিও নানা নির্যাতনের শিকার হয়েছেন।”
তিনি আরও জানান, “গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে এমন একটি দল হিসেবে তারা নিবন্ধনের আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন তা বাতিল করে। আজ আমরা কমিশনে গিয়ে আবেদন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি তারেককে অনুরোধ করেছি অনশন ভাঙতে, তিনি তা মেনে নিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে।”
































