হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সর্বশেষ আপডেট ০৯:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 89
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেন।
চিকিৎসকের ভাষ্যে, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কয়েকটি বিশেষায়িত পরীক্ষা করাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানালেন, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের কেবিনে রয়েছেন। বিভিন্ন পরীক্ষার ফল হাতে পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা–ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
হাসপাতালে যাওয়ার আগে তিনি সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হন।
এর দুই দিন আগে, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
এরও আগে ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে পরদিন বাসায় ফেরেন।
৭৯ বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও দৃষ্টিজনিত অসুবিধাসহ নানা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সংকটে ভুগছেন।





































