হাসপাতাল চত্বরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ী আটক
- সর্বশেষ আপডেট ০৭:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 58
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে দুই ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। এরপর র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতরে গোপনে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার নাজমুল হক বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’































