ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হান্নান মাসউদ এর সমর্থনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 30

আব্দুল হান্নান মাসউদ (বাঁয়ে), অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদের প্রতি সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

দলীয় সূত্রে জানানো হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১০ দলীয় জোটের কৌশলগত সমঝোতার প্রতিফলন।

মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এর আগে হাতিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদকে আনুষ্ঠানিকভাবে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হান্নান মাসউদ এর সমর্থনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৮:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদের প্রতি সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

দলীয় সূত্রে জানানো হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১০ দলীয় জোটের কৌশলগত সমঝোতার প্রতিফলন।

মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এর আগে হাতিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদকে আনুষ্ঠানিকভাবে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।