হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 94
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে।
পরবর্তীতে দেওয়া আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সেন্টারের ভলান্টিয়ার ও ব্যবস্থাপনা দলের সদস্যরা হাসপাতালে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় ব্যস্ত থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সবার কাছে দোয়া কামনা করে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথারীতি চালু করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
































