হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে
- সর্বশেষ আপডেট ০৭:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 253
গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
রিফাত জানান, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে অবস্থা স্টেবল হলে।
এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর জানায়—হাদির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ এবং গুলিটি এখনো তার মাথার ভেতর রয়েছে। সেটির অপারেশন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলের দুজন আরোহী হাদির ওপর গুলি চালায়।
ঘটনাস্থলে হাদির ঠিক পেছনের রিকশায় থাকা মো. রাফি বলেন, “জুমার নামাজ শেষে আমরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মুহূর্তেই পালিয়ে যায়।”




































