ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ, গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 94

ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবিটি সাভারের।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, গায়েবানা জানাজাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

 

রাজধানীর পাশের সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সাভার মডেল মসজিদের সামনে থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা প্রদক্ষিণ করে পাকিজা মোড় সংলগ্ন ইয়ামিন চত্বরে এসে শেষ হয়।

 

এর আগে সাভার মডেল মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে মরহুম শরীফ ওসমান হাদি’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ‘উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার।
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার।

 

শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মো. জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফ।

সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

 

গায়েবানা জানাজা পরিচালনা করেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জিয়াউল। এসময় আরাফাত হোসেন, ইমরান, রাহাত, নাজমুল হাসান রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

ঘটনার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহি।
এ সময় তিনি বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদি হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ, গায়েবানা জানাজা

সর্বশেষ আপডেট ০৫:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, গায়েবানা জানাজাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

 

রাজধানীর পাশের সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সাভার মডেল মসজিদের সামনে থেকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা প্রদক্ষিণ করে পাকিজা মোড় সংলগ্ন ইয়ামিন চত্বরে এসে শেষ হয়।

 

এর আগে সাভার মডেল মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে মরহুম শরীফ ওসমান হাদি’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ‘উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার।
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবিটি খাগড়াছড়ির দীঘিনালার।

 

শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় বোয়ালখালী নতুন বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হলুদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য দেন দীঘিনালা উপজেলার ছাত্রনেতা মো. জাহিদ হোসেন, সমাজসেবী ডা. আশরাফুল ইসলাম, সমাজসেবী আক্কাস আলী মাস্টার এবং উপজেলা ছাত্র প্রতিনিধি তাইজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুন্না শরীফ, শাকিল আহমেদ (ছোট), তন্ময় ইসলাম, কবির হোসেন ও মারুফ।

সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

 

গায়েবানা জানাজা পরিচালনা করেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জিয়াউল। এসময় আরাফাত হোসেন, ইমরান, রাহাত, নাজমুল হাসান রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

ঘটনার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহি।
এ সময় তিনি বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।