হাদি গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার
- সর্বশেষ আপডেট ১২:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 110
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সীমান্তে কঠোর নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ পারাপার রোধে সীমান্তে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত পার না হতে পারে, সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
হিলি সীমান্তে কঠোর নজরদারি: দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বিজিবি বাড়তি সতর্কতা জারি করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্ভাব্য সব প্রবেশ ও বহির্গমন পয়েন্টে অতিরিক্ত বিজিবি পোস্ট স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও আশপাশে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কাউকে সন্দেহ হলেই কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে।
লালমনিরহাটে সীমান্তে কঠোর নজরদারি: লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২৪ ঘণ্টাব্যাপী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফেনী সীমান্তে তল্লাশি ও টহল জোরদার: ফেনী সীমান্তে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ান ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে। শুক্রবার রাত থেকেই সীমান্তে ব্যাপক তল্লাশি কার্যক্রম ও টহল জোরদার করা হয়। বিজিবি-পুলিশ বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে যেকোনো অপরাধ, অনুপ্রবেশ, নিয়মবহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক আছে।
সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী সড়কে শনিবার থেকে বিজিবির তল্লাশি ও টহল কার্যক্রম বিশেষভাবে জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং বা রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
মৌলভীবাজার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি: ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত কিংবা সীমান্ত এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সেজন্য শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর থেকে ৪৬ বিজিবি অধীনস্থ মৌলভীবাজারের তিন উপজেলার সকল বিওপি বা বিজিবি সীমান্ত ফাঁড়ি হতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সাথে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
আখাউড়া সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি: ওসমান হাদীর উপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি। শুক্রবার রাত থেকে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।































