শিরোনাম
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 73
রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের সময় সড়কে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে কেউ আহত হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্বৃত্তরা ব্রিজ এলাকায় ককটেল নিক্ষেপ করে দ্রুত সরে যায়। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেলে আগুন লেগে যায়, যদিও অল্প সময়ের মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।”
ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।
































