হাতিয়া পৌর যুবলীগের নেতা গ্রেফতার
- সর্বশেষ আপডেট ১২:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 85
নোয়াখালীর হাতিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার সৈয়দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিরব উদ্দিন (৩৮) হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গুল্যাখালী গ্রামের বাসিন্দা ও সিরাজ কয়ালের ছেলে। তিনি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি নিরব উদ্দিনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘নিরব উদ্দিন নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

































