অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন
- সর্বশেষ আপডেট ০৭:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 69
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, হাজার কোটি টাকার মালিকেরা বর্তমানে দৌড়ে বেড়াচ্ছেন। তিনি শিক্ষার্থীদের সততা চর্চার ওপর গুরুত্ব দিতে বলেন এবং বলেন, শুধু পড়াশোনা নয়, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও মূল্যবোধ গড়ে উঠতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া ‘ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি’ হিসেবে পরিচিত। শিক্ষায় বিনিয়োগ মানে কেবল শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথ তাকে অনুপ্রাণিত করেছে।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ চলছে, কারণ চিকিৎসকরা রাজধানীর বাইরে যেতে চান না। এছাড়া জেলার উন্নয়নে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক নয়, কল্যাণমূলক ও সামষ্টিক স্বার্থের জন্য কাজ করার পরামর্শ দেন। ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে নিজেদের মধ্যে বিরোধ কমাতে সচেতন হওয়ার নির্দেশও দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম. এ. খালেক বলেন, জেলা দীর্ঘদিন ধরে দেশকে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষাবৃত্তির মাধ্যমে তারা ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎকর্ষ অর্জনে উৎসাহিত করতে চায়।
সমিতির সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এই অনুষ্ঠান কেবল উদযাপন নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার নতুন আন্দোলনের সূচনা।
উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫টি, এইচএসসি স্তরে ১৮২টি এবং এসএসসি স্তরে ১০৫টি বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তি তরুণদের শিক্ষায় উৎকর্ষ অর্জনে প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






























