ব্যাংক ধ্বস সামলাতে টাকা ছাপানো হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 16
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিকল্পনা উপদেষ্টা, জানিয়েছেন যে দেশের ব্যাংক খাতের সংকট মোকাবিলায় হাজার কোটি টাকার নতুন নোট ছাপাতে হয়েছে। তিনি এ কথা বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে জানান।
ড. মাহমুদ বলেন, পালিয়ে যাওয়া কিছু ব্যাংক মালিকের কোনো শেয়ার না থাকায় ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি। একই সঙ্গে প্রায় ৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির বকেয়া পরিশোধ করতেও সরকারকে বড় অর্থ ব্যয় করতে হয়েছে।
তিনি আরও তুলে ধরেন যে ব্যাংক খাত থেকে অর্থপাচার হয়েছে এবং বন্ধ কারখানার শ্রমিকদের মাসের পর মাস মজুরি দিতে হয়েছে, যার ফলে সরকারকে অদৃশ্য ক্ষতিপূরণ দিতে হয়েছে। বর্তমান বাজেট মূলত সরকারি পরিচালন ব্যয় মেটাতেই ব্যবহার হচ্ছে, এবং উন্নয়নমূলক প্রকল্পগুলো বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। যদিও শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদেশি ঋণের একটি অংশ খরচ হয়, তবে অধিকাংশ অর্থ বিদেশি পরামর্শকদের পেছনে চলে যায়।
সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, আগের মতো কঠোর নীতির প্রয়োজন নেই। মূল্যস্ফীতি এখন ৭ শতাংশের দিকে নামার প্রবণতায় রয়েছে, তবে পুরোপুরি কমেনি। দেশের অর্থনীতি নতুন বাস্তবতায় পৌঁছেছে এবং আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়।






































