হাইব্রিড মডেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- সর্বশেষ আপডেট ০১:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 155
ঢাকা মহানগরীর সাতটি সরকারি কলেজের ভিত্তিতে গড়ে উঠতে যাচ্ছে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়; ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশেষত্ব হচ্ছে, এটি হবে দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চমাধ্যমিক স্তরের পাঠদানও চালু থাকবে। একইসঙ্গে শিক্ষাব্যবস্থাটি হবে হাইব্রিড পদ্ধতির, অর্থাৎ অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়।
নতুন এই বিশ্ববিদ্যালয়ে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে এবং ৬০ শতাংশ সশরীরে। তবে সব পরীক্ষা নেওয়া হবে সরাসরি উপস্থিত থেকে।
শিক্ষার্থীদের প্রথম চার সেমিস্টারে নন-মেজর এবং পরবর্তী চার সেমিস্টারে মেজর বিষয়ের ওপর পড়ানো হবে। পঞ্চম সেমিস্টারে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকলেও ক্যাম্পাস পরিবর্তন সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে চারটি অনুষদের অধীনে:
সায়েন্স
আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
বিজনেস স্টাডিজ
ল অ্যান্ড জাস্টিস
এই চারটি অনুষদের অধীনে ২৩টি বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠদান করা হবে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
ইতোমধ্যে রাজধানীর সাতটি সরকারি কলেজের মধ্যে পাঁচটিতে একাদশ শ্রেণির পাঠদান চালু আছে। এবার ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজেও উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্লাস শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে উচ্চমাধ্যমিক শিক্ষা যুক্ত হচ্ছে প্রথমবারের মতো।
এইচএসসি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা একই ক্যাম্পাসে টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিংয়ের ভিত্তিতে ক্লাস করবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ; এই সাতটি প্রতিষ্ঠানের কাঠামো মিলিয়েই গড়ে তোলা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়।
































