ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন জমার সুযোগ পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 68

হিরো আলম

হাইকোর্টের আপিল বিভাগের রায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হিরো আলম সোমবার (১২ জানুয়ারী) হাইকোর্টের রায় পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, আপিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে যে বাধা ছিল, তা দূর হয়েছে। এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেয়ার।’

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে গণমাধ্যমকে হিরো আলম বলেন, সম্প্রতি নির্বাচনী পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সুষ্ঠু হবে এবং নতুন ভোটারসহ সবাই যেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মনোনয়ন জমার সুযোগ পেলেন হিরো আলম

সর্বশেষ আপডেট ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হাইকোর্টের আপিল বিভাগের রায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হিরো আলম সোমবার (১২ জানুয়ারী) হাইকোর্টের রায় পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, আপিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার পথে যে বাধা ছিল, তা দূর হয়েছে। এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেয়ার।’

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে গণমাধ্যমকে হিরো আলম বলেন, সম্প্রতি নির্বাচনী পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সুষ্ঠু হবে এবং নতুন ভোটারসহ সবাই যেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান।