হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ
- সর্বশেষ আপডেট ০৬:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 80
আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এবার হজ খরচে কিছুটা কমতি আনা হয়েছে। ঘোষিত তিনটি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন প্যাকেজ-৩ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আর মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে অবস্থান করার সুযোগসহ প্যাকেজ-১ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
ঘোষণা অনুযায়ী, একটি প্যাকেজ সরকার নির্ধারণ করবে এবং বাকি দুটি প্যাকেজ অনুমোদিত হজ এজেন্সিগুলো নির্ধারণ করবে।
২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে-২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর।
































