হংকং সিক্সেসে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ০৩:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 68
ছয় জনের খেলা, ছক্কার বৃষ্টি—এমনই রোমাঞ্চে ভরা হংকং সিক্সেস টুর্নামেন্টে দাপুটে জয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে আকবর আলীর দল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা করেন ওপেনার শেখ হাবিবুর রহমান। তিনি মাত্র ৭ বলে ২১ রান করেন, যেখানে দুটি চার ও দুটি ছক্কা ছিল। অপর ওপেনার জিসান আলম প্রথম বলেই আউট হন।
তবে অধিনায়ক আকবর আলী ইনিংসের গতি বাড়িয়ে দেন দুর্দান্ত ব্যাটিংয়ে। তিনি ৯ বলে ৩২ রান করেন, যার মধ্যে চারটি ছক্কা ও দুটি চার ছিল।
মধ্য ও নিচের সারির ব্যাটাররা তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। মোসাদ্দেক হোসেন ৬ বলে ৮ এবং আবু হায়দার রনি ১০ বলে ৬ রান করেন। নির্ধারিত ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ৭৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কিছুটা ঝড় তোলে। ওপেনার থানুকা ডাবারে ৩ বলে ১২ রান এবং ধনাঞ্জয়া লক্ষ্মণ ১২ বলে ১৮ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলটি শেষ পর্যন্ত ৫.১ ওভারে ৬১ রানে থেমে যায়।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ছিলেন বোলিং আক্রমণের মূল নায়ক। তিনি ২ ওভার বোল করে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। আবু হায়দার রনি ও তোফায়েল ১ ওভার করে বোলিং করে যথাক্রমে ১৫ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট শিকার করেন।
ব্যাটে আকবর আলী ও বলে মোসাদ্দেকের নৈপুণ্যে হংকং সিক্সেসের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ, যা টুর্নামেন্টে আত্মবিশ্বাস বাড়াবে দলের।
































