ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘স্যার, পাঁচ বছর, দালালদের কথা শুনবেন না’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 560

‘স্যার, পাঁচ বছর, দালালদের কথা শুনবেন না’

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়ে শেষ হয় ৭টা ৪৩ মিনিটে। নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “সবাইকে ঈদ মোবারক। দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপদেষ্টা পরিষদের আরও তিন সদস্যের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মুহাম্মদ ইউনূস।

এরপর তিনি উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, “সবাইকে একসঙ্গে ঈদের জামাতে পেয়ে ভালো লাগছে। সবাই এ পবিত্র দিনে দেশের কল্যাণের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

নামাজ শেষে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ঈদগাহ ত্যাগ করেন। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্দেশ করে বলেন, “স্যার, আপনাকে পাঁচ বছর চাই। দালালদের কথা শুনবেন না। পাঁচ বছর স্যার!”

এবারের ঈদের প্রধান জামাত আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নারীদের জন্যও ছিল পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা। বহু শিশু বাবা-মায়ের হাত ধরে জামাতে অংশ নেয়, ময়দানে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘স্যার, পাঁচ বছর, দালালদের কথা শুনবেন না’

সর্বশেষ আপডেট ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়ে শেষ হয় ৭টা ৪৩ মিনিটে। নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “সবাইকে ঈদ মোবারক। দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপদেষ্টা পরিষদের আরও তিন সদস্যের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মুহাম্মদ ইউনূস।

এরপর তিনি উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, “সবাইকে একসঙ্গে ঈদের জামাতে পেয়ে ভালো লাগছে। সবাই এ পবিত্র দিনে দেশের কল্যাণের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

নামাজ শেষে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ঈদগাহ ত্যাগ করেন। এ সময় উপস্থিত জনতা তাকে উদ্দেশ করে বলেন, “স্যার, আপনাকে পাঁচ বছর চাই। দালালদের কথা শুনবেন না। পাঁচ বছর স্যার!”

এবারের ঈদের প্রধান জামাত আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নারীদের জন্যও ছিল পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা। বহু শিশু বাবা-মায়ের হাত ধরে জামাতে অংশ নেয়, ময়দানে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।