স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা প্রত্যাহার করলেন সানাই
- সর্বশেষ আপডেট ০৯:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 133
চিত্রনায়িকা সানাই মাহবুব চার মাস আগে স্বামী আবু সালেহ মূসার বিরুদ্ধে দায়ের করা যৌতুক মামলার ইতি টানেছেন। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে করা মামলাটি তিনি নিজে প্রত্যাহার করেছেন।
সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা আদালত প্রাঙ্গণে বিষয়টি নিশ্চিত করে জানান, “দম্পতি একে অপরকে মন থেকে চান। তাই সানাই নিজেই মামলাটি প্রত্যাহার করেছেন। স্বামীর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমরা আইনজীবীরাও তাদের একত্র হতে দেখে আনন্দিত।”
এর আগে মামলার শুনানি শেষে সংবাদমাধ্যমকে মোবাইল ফোনে সাক্ষাৎকারে সানাই হাতজোড় করে স্বামীর বিচারের আবেদন করেছিলেন। তিনি জানান, যৌতুক না দেওয়ার অজুহাতে তাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করা হয়েছিল।
মামলার এজাহারে বলা হয়েছিল, ২০২২ সালের ২৭ মে সানাই আবু সালেহ মূসাকে বিয়ে করেন। বিয়েতে তার পরিবার থেকে দেওয়া হয়েছিল বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ। পরবর্তীতে মূসা আরও অর্থ দাবি করেন। অভিযোগে উল্লেখ ছিল, যৌতুক না দেওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন সহবাসে বাধা হিসেবে উপস্থিত হয়েছিল।
পরিবার ও সামাজিকভাবে সম্পর্ক টিকিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ হওয়ায়, দুইবার লিগ্যাল নোটিশ পাঠানো সত্ত্বেও মূসা সাড়া দেননি। অবশেষে সানাই সব অভিযোগ প্রত্যাহার করে মামলাটির ইতি টানেন।
মামলার পর আদালত প্রাঙ্গণে সানাই–মূসা দম্পতিকে হাসিমুখে দেখা গেছে, যা তাদের নতুন জীবনের সূচনার ইঙ্গিত হিসেবে মনে করছেন উপস্থিতরা।
































