ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের দাম এক লাফে ভরিতে কমলো ১৪৬০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 8

প্রতীকী ছবি

দেশের স্বর্ণবাজারে গত পাঁচ দফা মূল্যের বৃদ্ধির পর সোমবার বড় ধরনের মূল্যহ্রাস ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বাজারে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভালো মানের স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে রেকর্ড ধরা হয়।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

https://goldprice.org/live-gold-price.htmlআন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে, যা বৃহস্পতিবারের ৫ হাজার ৫৫০ ডলারের চেয়ে কম।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

রুপার দামের ক্ষেত্রেও হ্রাস করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নতুন হিসাবে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বর্ণের দাম এক লাফে ভরিতে কমলো ১৪৬০০ টাকা

সর্বশেষ আপডেট ০৯:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

দেশের স্বর্ণবাজারে গত পাঁচ দফা মূল্যের বৃদ্ধির পর সোমবার বড় ধরনের মূল্যহ্রাস ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বাজারে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভালো মানের স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছিল, যা দেশের ইতিহাসে রেকর্ড ধরা হয়।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

https://goldprice.org/live-gold-price.htmlআন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে, যা বৃহস্পতিবারের ৫ হাজার ৫৫০ ডলারের চেয়ে কম।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

রুপার দামের ক্ষেত্রেও হ্রাস করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নতুন হিসাবে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।