স্বনির্ভর হওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 75
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে পরনির্ভরতা নয়, বরং স্বনির্ভরতার পথে এগোতে হবে। তিনি বলেন, “আমরা অন্যের ওপর নির্ভর করতে চাই না। সময়সীমা যাই হোক, আমাদের নিজেদের শক্তিতে দাঁড়াতে হবে।”
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “আমরা যেন আর কোনোভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ না থাকি। নিজেদের পায়ে দাঁড়াতে শিখতে হবে। যত দ্রুত সম্ভব পরনির্ভরতা থেকে মুক্ত হতে হবে।”
তিনি আরও বলেন, “এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আত্মনির্ভর হতে হলে চিন্তায় পরিবর্তন আনতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম ও অধ্যবসায় দরকার। কঠিন হলেও এতে আত্মসম্মান ও আনন্দ রয়েছে।”
প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, “নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর বাংলাদেশ। আমাদের তারুণ্য, সৃজনশীলতা ও মেধাই এই দেশের সবচেয়ে বড় সম্পদ। এই শক্তিকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে হবে, যাতে জাতি সত্যিকারের স্বাধীনতা ও মর্যাদায় দাঁড়াতে পারে।”































