ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
১৫০ কোটি টাকার তদন্ত হবে

স্ত্রীসহ আতিক মোর্শেদকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 190

স্ত্রীসহ আতিক মোর্শেদকে দুদকে তলব

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে এবং আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।

রোববার (১ জুন) দুদকের একটি দল রাজধানীর গুলশানে অবস্থিত ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন সাংবাদিকদের জানান, নগদে চাকরি দেওয়ার ক্ষেত্রে অনিয়মসহ অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আতিক মোর্শেদের স্ত্রীকে নিয়োগে দুর্বৃত্তপন্থা অনুসরণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, আতিক মোর্শেদ ‘নগদ’-এর কোনো কর্মকর্তা নন, তারপরও তিনি সেখানে নিয়মিত অফিস করেন এবং প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে তার স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়ে আতিক মোর্শেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, তিনি এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে গেছেন এবং সেটিও সরকারি অফিসিয়াল প্রয়োজনে। স্ত্রীও নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন বলে তিনি দাবি করেন।

তবে দুদক বলছে, সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আতিক মোর্শেদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫০ কোটি টাকার তদন্ত হবে

স্ত্রীসহ আতিক মোর্শেদকে দুদকে তলব

সর্বশেষ আপডেট ০৭:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে এবং আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।

রোববার (১ জুন) দুদকের একটি দল রাজধানীর গুলশানে অবস্থিত ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন সাংবাদিকদের জানান, নগদে চাকরি দেওয়ার ক্ষেত্রে অনিয়মসহ অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আতিক মোর্শেদের স্ত্রীকে নিয়োগে দুর্বৃত্তপন্থা অনুসরণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

দুদক সূত্রে জানা যায়, আতিক মোর্শেদ ‘নগদ’-এর কোনো কর্মকর্তা নন, তারপরও তিনি সেখানে নিয়মিত অফিস করেন এবং প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে তার স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়ে আতিক মোর্শেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, তিনি এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে গেছেন এবং সেটিও সরকারি অফিসিয়াল প্রয়োজনে। স্ত্রীও নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন বলে তিনি দাবি করেন।

তবে দুদক বলছে, সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আতিক মোর্শেদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।