ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী রিয়ামনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 92

স্ত্রী রিয়ামনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

আলোচিত ও বিতর্কিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলার ভিত্তিতে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে।

রিয়ামনি এর আগে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। গত বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা আদালতের শর্ত অনুযায়ী হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে জামিন বাতিল চেয়ে আবেদন করা হয় এবং আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

মামলার বর্ণনা অনুযায়ী, হিরো আলম ও রিয়ামনির মধ্যে সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটে। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন উভয় পক্ষকে একটি বাসায় সমঝোতার জন্য ডাকা হলে সেখানে হিরো আলমসহ অজ্ঞাত কয়েকজন রিয়ামনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, পরে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে লাঠি দিয়ে মারধর করে, ফলে রিয়ামনি আহত হন। এসময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর ২৩ জুন রিয়ামনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্ত্রী রিয়ামনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আলোচিত ও বিতর্কিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তার স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলার ভিত্তিতে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে।

রিয়ামনি এর আগে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। গত বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা আদালতের শর্ত অনুযায়ী হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে জামিন বাতিল চেয়ে আবেদন করা হয় এবং আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

মামলার বর্ণনা অনুযায়ী, হিরো আলম ও রিয়ামনির মধ্যে সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটে। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন উভয় পক্ষকে একটি বাসায় সমঝোতার জন্য ডাকা হলে সেখানে হিরো আলমসহ অজ্ঞাত কয়েকজন রিয়ামনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, পরে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে লাঠি দিয়ে মারধর করে, ফলে রিয়ামনি আহত হন। এসময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর ২৩ জুন রিয়ামনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।