স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর
- সর্বশেষ আপডেট ১০:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 170
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দর্শক ‘জুলাইযোদ্ধা’ নামে পরিচিত কিছু সমর্থকের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে নগরের পাহাড়তলী এলাকার সাগরিকায় অবস্থিত স্টেডিয়ামে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ—তারা হলেন মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কয়েকজন দর্শক সাকিব আল হাসানের ছবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করছিলেন। জুলাইযোদ্ধারা এতে আপত্তি জানালে প্রথমে বিষয়টি মিটে যায়। তবে কিছুক্ষণ পর আবার প্লাকার্ড প্রদর্শন শুরু হলে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়, একপর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অপর পক্ষ হামলা চালায়।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”































