সোহানকে দলে না দেখে ‘অবাক’ নান্নু
- সর্বশেষ আপডেট ০৫:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 271
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তবে ঘরোয়া ক্রিকেট, বিপিএল ও গ্লোবাল সুপার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ব্যাটিং করেছেন সোহান। তবুও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি।
সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাদা বলে ধারাবাহিক ফর্ম থাকা সোহানকে দলে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। এর মধ্যে আছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত কার্নিভালে নান্নু গণমাধ্যমকে বলেন, “সিলেকশন প্যানেল দল গঠনের ব্যাখ্যা দিয়েছে। তবে কিছু কিছু জায়গায় ঘাটতি রয়েছে। সোহানের বাদ পড়া আমার কাছে আশ্চর্যজনক। সে গত সিরিজেও ভালো খেলেছে। প্র্যাকটিস ম্যাচেও তার পারফরম্যান্স ছিল ভাল। এ নিয়ে প্রশ্ন রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন, আশা করি নির্বাচিত দল ভালো খেলবে। আমরা চাই সেরা খেলুক।”
এর আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোহানকে দলে না রাখার কারণ হিসেবে বলেন, “উইকেটরক্ষক পজিশনে সোহানের প্রধান প্রতিদ্বন্দ্বী লিটন দাস। লিটন এখন টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং ফর্মে ফিরতে হবে। ওয়ানডে ফরম্যাট লিটনের ফর্ম ফিরিয়ে আনার জন্য উপযুক্ত। তাই তাকে রাখা হয়েছে।”
লিপু বলেন, “সোহান অবশ্যই আমাদের বিবেচনায় আছেন। আগামী সিরিজগুলোতে তাকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজ, এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে তাকে দেখা হবে। আমরা চেষ্টা করব সবার পারফরম্যান্স মূল্যায়ন করতে।”
































