ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 106

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত অন্তত ১৫

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসভবনে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

কর্তৃপক্ষের দাবি, কাউন্টারের সামনে কয়েকজন সিগারেট খাচ্ছিলেন। কর্মীরা তাঁদের সিগারেট না খেতে অনুরোধ করলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন একযোগে কাউন্টারে হামলা চালায়। এতে এলোপাতাড়ি ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়।

আলীর ভাই মাজেদুল হক নাদিম জানান, শুধু কাউন্টার নয়, হামলাকারীরা বাসার গেটেও হামলা চালায়। তবে ভেতরে প্রবেশ করতে পারেনি। তিনি আরও জানান, গাড়ির চালককেও গুরুতর কোপানো হয়েছে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ৬০ থেকে ৭০ জন একযোগে এ হামলায় অংশ নেয়। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন এবং আরও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত ১৫

সর্বশেষ আপডেট ১০:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসভবনে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

কর্তৃপক্ষের দাবি, কাউন্টারের সামনে কয়েকজন সিগারেট খাচ্ছিলেন। কর্মীরা তাঁদের সিগারেট না খেতে অনুরোধ করলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে ৫০-৬০ জন একযোগে কাউন্টারে হামলা চালায়। এতে এলোপাতাড়ি ভাঙচুরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়।

আলীর ভাই মাজেদুল হক নাদিম জানান, শুধু কাউন্টার নয়, হামলাকারীরা বাসার গেটেও হামলা চালায়। তবে ভেতরে প্রবেশ করতে পারেনি। তিনি আরও জানান, গাড়ির চালককেও গুরুতর কোপানো হয়েছে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ৬০ থেকে ৭০ জন একযোগে এ হামলায় অংশ নেয়। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন এবং আরও অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।