সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলার
- সর্বশেষ আপডেট ০৯:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 75
বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি, কারণ ২০২৪ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার।
এর আগে আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
ব্যাংক খাতের কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি, ডলারের উচ্চ বিনিময় হারও প্রবাসীদের ব্যাংকিং মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। এসব কারণেই সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।
চলতি সেপ্টেম্বরেও সেই প্রবণতা অব্যাহত থেকেছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।































