সেন্ট মার্টিন ভ্রমণ কেন ৯ মাস বন্ধ?
- সর্বশেষ আপডেট ০৬:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 8
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটন ৯ মাসের জন্য স্থগিত করেছে। দ্বীপের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষার জন্য এই সময়কে ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া ও বিরল প্রজাতির পাখিরা তাদের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পায়।
পর্যটন মৌসুম সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত হলেও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় এই বছর দুই মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) শেষবারের মতো জাহাজগুলো পর্যটক বহন করবে এবং রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব বলেন, এই নিষেধাজ্ঞা দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জরুরি। এর আগে সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার ও মোটরচালিত যান চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।





































